|
উপজেলা পরিষদ
আদমদীঘি, বগুড়া
স্মারক নম্বর: ০৫.৫০.১০০৬.০০০.০৬.০০১.১৯-৮৯৮(৫০) তারিখ:
নোটিশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, উপজেলা পরিষদের অক্টোবর, ২০১৯ মাসের মাসিক সাধারণ সভা আগামি ২৪ অক্টোবর, ২০১৯ তারিখ রোজ: বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদীঘি, বগুড়া এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সকল সদস্যগণকে তার দপ্তরের কার্যপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আলোচ্যসূচী :
১। গত সভার কার্যবিবরণী দৃঢ়করণ/অনুমোদন
২। গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির পর্যালোচনা
৩। কমিটির সুপারিশ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ
৪। সরকারি বিধি আলোচনা ও পর্যালোচনা
৫। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুপারিশের উপর আলোচনা
৬। পরিষদের আয়-ব্যয় হিসাব আলোচনা
৭। বিবিধ
|
(এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ) উপজেলা নির্বাহী অফিসার আদমদীঘি, বগুড়া ও মূখ্য নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ |
১। উপজেলা ................................ কর্মকর্তা, আদমদীঘি, বগুড়া
২। চেয়ারম্যান, ................................. ইউপি, আদমদীঘি, বগুড়া
অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য :
১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৩৮-বগুড়া-৩
২। জেলা প্রশাসক, বগুড়া
৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদীঘি, বগুড়া
৪। মেয়র, সান্তাহার পৌরসভা, আদমদীঘি, বগুড়া
৫। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদীঘি, বগুড়া
৬। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদীঘি, বগুড়া
৭। অফিস কপি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS