গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
আদমদীঘি, বগুড়া
.
স্মারক নং : ০৫.৫০.১০০৬.০০০.০৭.০০১.১৯-৯৬ তারিখ:
হাট-বাজার ইজারার দরপত্র বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের, প্রশাসন-২ শাখার ২১-০৯-২০১১ তারিখের ৪৬.০৪১.০৩০.০২.০০.০০২.২০১১.৮৭০ নম্বর স্মারকে জারীকৃত সরকারি হাট-বাজার সমূহের ব্যবস্থাপনা ইজারা পদ্ধতি এবং উহা হতে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত সর্বশেষ নীতিমালা মোতাবেক আদমদীঘি উপজেলাধীন নিম্নবর্ণিত হাট-বাজারসমূহ বাংলা ১৪২৬ সালের ০১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১(এক) বৎসরের জন্য অস্থায়ীভাবে ইজারা প্রদানের নিমিত্ত নিম্নলিখিত ক্যালেন্ডার ও দরপত্রে বর্ণিত শর্ত সাপেক্ষে দরদাতাগণের নিকট হতে প্রতিটি হাট-বাজারের জন্য পৃথক পৃথক ভাবে সীলমোহরযুক্ত খামে হাট-বাজারের নাম উল্লেখপূর্বক দরপত্র আহবান করা যাচ্ছে।
নিম্নবর্ণিত ক্যালেন্ডার অনুযায়ি ক) জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) বগুড়া, খ) উপজেলা ভূমি অফিস, আদমদীঘি, বগুড়া, আদমদীঘি থানা, বগুড়া, গ) সোনালী ব্যাংক লিমিটেড, আদমদীঘি শাখা, বগুড়া এবং ঘ) নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে নির্ধারিত মূল্যে (অফেরৎযোগ্য) অফিস চলাকালীন দরপত্র দাখিলের পূর্বদিন পর্যন্ত দরপত্র ফরম সংগ্রহ/ক্রয় করা যাবে। দরপত্র দাখিলের দিন ক) জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) বগুড়া, খ) উপজেলা ভূমি অফিস, আদমদীঘি, বগুড়া, গ) আদমদীঘি থানা, বগুড়া এবং ঘ) নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র গ্রহণ করা হবে এবং ঐ দিন বেলা ৩:৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দরদাতাগণের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র বাক্স খোলা হবে।
উল্লেখ্য, ক্যালেন্ডারের যে কোন পর্যায়ে কোন হাট-বাজারের দরপত্র অনুমোদিত হলে পরবর্তী পর্যায়ে ঐ হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি হতে বাদ হয়েছে বলে গণ্য হবে। বিস্তারিত তথ্যাদি নিম্নস্বাক্ষরকারী কার্যালয়/কার্যালয়ের ওয়েবসাইট হতে জানা যাবে।
তফসিলকৃত হাট-বাজারের তালিকা
ক্রমিক |
ইউনিয়নের নাম |
হাট-বাজারের নাম |
সরকারি মূল্য (৩ বছরের গড় ইজারা মূল্যের ৬% বৃদ্ধিতে) |
দরপত্রের মূল্য (অফেরৎযোগ্য) |
১. |
ছাতিয়ানগ্রাম |
ছাতিয়ানগ্রাম হাট |
৭,৪৫,৪৪৫/- |
২,২০০/- |
২. |
ঐ |
কালাইকুড়ী হাট |
৩,০৯৬/- |
৫০০/- |
৩. |
নশরতপুর |
নশরতপুর হাট-বাজার |
৭,৯৩,৪১০/- |
২,২০০/- |
৪. |
ঐ |
শাঁওইল হাট-বাজার |
১০,১৫,৪৮০/- |
২,৮০০/- |
৫. |
আদমদীঘি |
আদমদীঘি হাট-বাজার |
৪৭,৩৩,১৫১/- |
১০,২০০/- |
৬. |
ঐ |
কদমা হাট |
১,৩৭৮/- |
৫০০/- |
৭. |
ঐ |
কাশিমালা হাট |
১,২৭২/- |
৫০০/- |
৮. |
কুন্দগ্রাম |
কুন্দগ্রাম হাট |
২,০৪,৯৩২/- |
১,২০০/- |
৯. |
ঐ |
কড়ই হাট |
১,১০,৯০৭/- |
১,০০০/- |
১০. |
ঐ |
শিব্বাটি হাট |
৬০,৮১৩/- |
৫০০/- |
১১. |
চাঁপাপুর |
চাঁপাপুর হাট-বাজার |
১০,৬০,৭৪২/- |
২,৮০০/- |
১২. |
ঐ |
বিহিগ্রাম হাট |
১,১৪,০১৯/- |
১,০০০/- |
১৩. |
সান্তাহার |
হালালিয়া হাট |
২,৬৭,৬৬৩/- |
১,২০০/- |
ক্যালেন্ডার
পর্যায় |
দরপত্র বিক্রির শেষ তারিখ |
দরপত্র গ্রহণের তারিখ |
দরপত্র গ্রহণের সময় |
দরপত্র খোলার সময় |
|
হতে |
পর্যন্ত |
||||
১ম |
১৭/০২/২০১৯ |
১৮/০২/২০১৯ |
সকাল ১০.০০টা |
বেলা ০২.০০ টা |
বিকেল ০৩.৩০টা |
২য় |
০৬/০৩/২০১৯ |
০৭/০৩/২০১৯ |
সকাল ১০.০০টা |
বেলা ০২.০০ টা |
বিকেল ০৩.৩০টা |
৩য় |
২০/০৩/২০১৯ |
২১/০৩/২০১৯ |
সকাল ১০.০০টা |
বেলা ০২.০০ টা |
বিকেল ০৩.৩০টা |
৪র্থ |
০৩/০৪/২০১৯ |
০৪/০৪/২০১৯ |
সকাল ১০.০০টা |
বেলা ০২.০০ টা |
বিকেল ০৩.৩০টা |
|
|
|
|
|
|
(বিশেষ দ্রষ্টব্য: ইজারা অনুমোদিত হওয়ার ০৭ কার্যদিবসের মধ্যে যারা সমুদয় ইজারা মূল্য, ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে সক্ষম নন তাদের আবেদন করার প্রয়োজন নেই। সিডিউলের সাথে সংযুক্ত শর্তাবলি প্রতিপালন করতে সক্ষম ব্যক্তিদেরকে আবেদন করতে বলা হলো।)
স্বাক্ষরিত/-
৩০/০১/২০১৯
(সাদেকুর রহমান)
উপজেলা নির্বাহী অফিসার
টেলিফোন: ০৭৪১-৬৯২০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস